ভালোবাসা বুঝতে পারি না
বন্ধু, তোমার ভালোবাসা, বুঝতে পারি না।
কাছে আসলে দূরে রাখো, দূরে গেলে কাছে ডাকো;২
আসলে তোমার মনের ইচ্ছা, বুঝতে পারি না।ঐ
একটু একটু করে তুমি, হয়েছ আমার আপন;
মনের মাঝে গড়েছো তুমি, অনেক অনেক স্বপন।২
সেই স্বপন পূর্ণ করতে, কাছে আসো না।ঐ
তুমি বলো আমি নাকি, তোমার সাধনা;
আমায় ছাড়া তুমি নাকি, থাকতে পারো না।২
তাহলে কেন আমার হাতে, রাখি বাঁধো না।ঐ
ভালোবাসা পূর্ণ করতে, বাঁধতে হয় বাসা;
তোমার সাথে বাঁধবো বাসা, মনে কতো আশ।২
কতো ভাবে বলি তোমায়, বাসা বাঁধো না।ঐ
প্লিজ প্লিজ প্লিজ সোনা, এমন করো না।