Posts

কবিতা

নীরব দহন—

January 28, 2025

মোঃ আব্দুল আউয়াল

Original Author অধ্যক্ষ এমএ আউয়াল

32
View

নিস্তব্ধতা ভেঙে আসে একাকী শব্দ,
কুয়াশার চাদরে ঢেকে যায় আকাশের মুখ।
পতিত জমির শূন্যতায় যেন শীতের বিষণ্ণতা,
শিশিরের বুকে নীরব দহন—
কালের গতি থেমে থাকে না।

মূল্যবোধ যেন মৃত পাতার মতো ঝরে পড়ে,
অন্ধকারে হারিয়ে যায় জীবনের সুর।
সময়ের চোখে ধরা পড়ে মানুষের অপূর্ণতা,
চলমান দিনরাতের মাঝে
অনুভব করি এক অনিঃশেষ ক্লান্তি।

তবু,
নিস্তব্ধ জমিতে জন্ম নেয় একরাশ আলো,
শিশিরের ফোঁটায় খেলে যায় নতুন সকালের গান।
কুয়াশার বুক চিরে আসে সূর্যের প্রান্তর,
জীবনের অন্ধকারে ভরে ওঠে  রঙ।

সময়ের স্রোতে, খুঁজে ফিরি—
একটি নিভৃত সকাল,
যেখানে মূল্যবোধের বৃক্ষ শেকড় -
 সময়ের সকল বিষণ্ণতা মুছে যায় অমল আলোর ছোঁয়ায়।

Comments

    Please login to post comment. Login