Posts

কবিতা

০২২৭ আধুনিক গান: তোমাকে চাই

January 28, 2025

তারিক হোসেন

62
View

        তোমাকে চাই

তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই; 
একশত বার আমি তোমাকে চাই।
এক কোটি বার আমি তোমাকে চাই।২

যদি একজনকে চাইতে বলে,
আমি তোমাকে চাই।২
যদি একশত জনকে চাইতে বলে,
আমি একশত বার তোমাকে চাই।২
যদি এক কোটি জনকে চাইতে বলে,
আমি এক কোটি বার তোমাকে চাই।ঐ

প্রতি নিঃশ্বাসে আমি তোমাকে চাই; 
প্রতি বিশ্বাসে আমি তোমাকে চাই।২
আমার ধর্মে আমি তোমাকে চাই; 
আমার কর্মে আমি তোমাকে চাই।২
আমার প্রতি রক্ত কণায় আমি তোমাকে চাই।ঐ

বেঁচে থাকলে আমি তোমাকে চাই;
মরে গেলেও আমি তোমাকে চাই।২
আমার প্রতি স্বপ্নে আমি তোমাকে চাই; 
আমার প্রতি ভাবনায় আমি তোমাকে চাই।২
জীবনের প্রতি মুহূর্তে আমি তোমাকে চাই।ঐ

যৌবনে আমি তোমাকে চাই; 
বৃদ্ধ বয়সেও আমি তোমাকে চাই।২
আমার দুঃখের দিনে আমি তোমাকে চাই;
আমার সুখের দিনেও আমি তোমাকে চাই।২
একটি রুটি ভাগ করে খেতে আমি তোমাকে চাই।ঐ

Comments

    Please login to post comment. Login