একটা ঘর আমার আছে
যা তুমি খুঁজে পাবে না।
আমি একা থাকতে ভালোবাসি,
জানি না তুমি কেমন?
এক স্মৃতি মনে করে,
আমি এগিয়ে চলি সারাক্ষণ।
তুমি কেমন তা জানি না যে,
দেখি নি তোমায় এ জীবনে রে।
তবু তোকে চাই না যে এখন,
তীব্র গতিতে বায়ু বয় সর্বক্ষণ।
জানি না তুমি খুঁজো কিনা আমায়,
হারিয়ে ফেলেছি আমি যে তোমায়।
কত বছর দেখি নি তোমায়,
তবু ও তোমার কথা মনে করি সবসময়।
হাঁটতে যাবো একা আমি,
খুঁজবো তোমায়, পাই নি খুঁজি।
পাই নি তোমায় কোথায় ও যে!
ভাই তুমি কোথায় আছো সে যে গেছে চলি রে?
হায় হায়, হারিয়ে ফেলেছি তোমাকে,
দেখিনি নি আমি এ জীবনে যে।
দেখবো আজ ফেলে দেওয়ার আগে যে,
তুমি ছিলে আমার এই জীবনে স্বপ্নরে।
দেখলাম তোমায় প্রথম এইবারে,
শেষ দেখা তাও এটা দিয়ে।