Posts

কবিতা

০২২৮ আধুনিক গান: তুমি চাইলে সব হতো

January 29, 2025

তারিক হোসেন

20
View

   তুমি চাইলে সব হতো

তুমি চাইলেই সব হতো, হতো ভালোবাসা।
তুমি চাইলে না, তাই কিছুই হলো না;
হলো না এ জীবনে, দুজনে কাছে আসা।ঐ

স্বপ্নের মতো সাজানো জীবন,
দুজন দুজনার কতো যে আপন। 
ভালোবেসে কতো খুনসুটি,
মান অভিমানের কতো ঝনঝুটি।২
তুমি চাইলে না, তাই কিছুই হলো না।
সুখের হলো না এ জীবনে, 
শত সাধনার ভালবাসা।ঐ

বুকের ভেতর জমাট প্রেমের,
কতো শত হাতছানি; 
তুমি হয়েও হলে না আমার,
কেমনে সে কথা মানি।২
তুমি চাইলে না, তাই কিছুই হলো না।
পূর্ণ হলো না এ বুকের গভীরে,
লুকানো আশা।ঐ

ভালোবাসা শত সাধনার ধন,
দুজনার যতনে বাঁধা এ বাঁধন;
জানি অশ্রু জলে দুচোখ ভাসায়,
তবুও তো মনে সুখ দেয়।২
তুমি চাইলে না, তাই কিছুই হলো না। 
হলো না এ জীবনে আমার, 
সুখের সাগরে ভাসা।ঐ

Comments

    Please login to post comment. Login