Posts

কবিতা

০২২৯ আধুনিক গান: আমার মত ভালোবেসো

January 29, 2025

তারিক হোসেন

50
View

 আমার মত ভালোবেসো

আমাকে আমার মত ভালোবেসো।২

তোমাকে তোমার মত ভালবাসতে চাই;
তুমি আমাকে আমার মত ভালোবেসো।২
তুমি ডাকলে তোমার কাছে যাবো; 
আমি ডাকলে তুমি কাছে এসো।২ঐ

তোমায় নিয়ে তোমার হাতে ওই দিগন্ত ছোবো;
রঙ্গে রঙ্গে মেঘের সঙ্গে হাওয়ায় ভেসে যাবো।২
তুমি আসো সুখে ভাসো আমার সাথে হাসো; 
আমি আর একটু বাঁচিতে চাই, তোমার সাথে, তুমি আসো।২ঐ

তুমি হাসো আর একটু হাসো, থাকো হাসি মুখে; 
আমি তোমায় রাখবো, আপন করে তোমার মত সুখে।২
যদি তোমার ইচ্ছে হয় যদি মনে লয়, একটু পাশে বসো;
আপনা ভুলে প্রাণ খুলে, একটু ভালোবাসো।২ঐ

Comments

    Please login to post comment. Login