তুমি চাইলে থাকবো তোমার পাশে
এত সাধের দুনিয়া, আর তো ভালো লাগে না;
হাজার বছর বেঁচে থাকার, আর তো ইচ্ছা জাগে না।২
তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তুমি পাশে থাকো না;
ভালোবাসায় বিশ্বাসে, হাতে হাত তুমি রাখো না।২ঐ
একদিন একদিন বহুদিন, তোমার অবহেলা;
আমার মনে কষ্ট দেয়, খেলে জীবন খেলা।২
এমন করে এ জীবন, আর তো চলে না;
মন রে বুঝাই বারে বারে, মন বোঝে না।২ঐ
ওই দূরে বহুদূরে তারায় ডাকে আমায়;
আমি যাব কার কাছে, হয় তুমি নয় তারায়।২
তুমি ধরে রাখো প্রিয়, আমায় ছেড়ো না;
আমি তোমার পাশে রবো, কোথায় ও যাব না।২ঐ
যতদিন তুমি চাইবে, রবো তোমার পাশে;
তুমি চাইলে আপন হব, রাখবো তোমায় কাছে।২
তুমি না ছাড়লে প্রিয়, তোমায় ছাড়বো না;
সারা জীবন বাসবো ভালো, পর হবো না।২ঐ