Posts

কবিতা

০২৩১ লোকগীতি: তুমি আইলা না

January 30, 2025

তারিক হোসেন

51
View

     তুমি আইলা না

আসি আসি করে বন্ধু, তুমি আইলা না;
যে দিন তোমার চলে গেল, ফিরে পাইবা না।২
সবাই বলে বয়স বাড়ে, আমি দেখি বাড়ে না;
একদিন একদিন করে কমে, বয়স কভু বাড়ে না।২ঐ

হয়তো তুমি অজুহাতে, আমায় দিয়েছ ফাঁকি;
ফাঁকি তুমি আমায় দাওনি, সবই তোমার বাকী।২
কালকে যখন আসবে তুমি, আজ তো পাবে না।ঐ

যে দিন তোমার চলে গেছে, অবহেলা অনাদরে;
সেই দিন তোমার আসবে না, আর তো নতুন করে।২
হয়তো চাইলে রাঙাতে তুমি, তবু চাইলে না।ঐ

পেতে চাইলে দিতে হয়, আমারা সবাই মানি;
পেতে আমারা সবাই চাই, দিতে না জানি।২
ভালোবাসা দিলে বাড়ে, কভু কমে না।ঐ

Comments

    Please login to post comment. Login