Posts

কবিতা

০২৩২ লোকগীতি: কষ্ট দিতে না

January 30, 2025

তারিক হোসেন

49
View

        কষ্ট দিতে না

ভালো তুমি বাসো কি না, আমি জানি না;
ভালোবাসলে আমায় বন্ধু, কষ্ট দিতে না।২

তোমার মনে কষ্ট দিলে, বড় ব্যথা লাগে;
এমন ব্যাথা আমার কষ্টে, তোমার কিবা লাগে।
যদি ব্যাথা লাগতো তোমার, কষ্ট দিতে না।ঐ

ইচ্ছে করে তোমায় বন্ধু, বুকে আগলে রাখি;
তোমার সকল কষ্ট নিয়ে, তোমায় সুখে রাখি।২
যদি চাইতে আমার মতো, কষ্ট দিতে না।ঐ

তোমার মুখের হাসি বন্ধু, অন্তর ভরে যায়;
যদি দেখি মলিন মুখ, বুকটা ফেটে যায়।২
যদি চাইতে আমার হাসি, কষ্ট দিতে না।ঐ

মোনাজাতে দোয়া করি, তুমি সুখে থাকো;
শরীর মন সবই তোমার, আল্লাহ ভালো রাখো।২
যদি চাইতে আমার ভালো, কষ্ট দিতে না।ঐ

Comments

    Please login to post comment. Login