Posts

কবিতা

০২৩৩ আধুনিক গান: ছিনিমিনি খেলো না

January 30, 2025

তারিক হোসেন

41
View

     ছিনিমিনি খেলো না

ভুল করেও প্রেম নিয়ে, ছিনিমিনি খেলো না; 
জীবন যাবে কাঁদতে কাঁদতে, ভালোবাসা পাইবা না।২

বেঁচে থাকতে ভালোবাসা, বড় প্রয়োজন; 
ভালোবাসা ছাড়া কারো, বাঁচে না জীবন।২
সময়কালে না বুঝলে বন্ধু, সময় পাবা না।ঐ

ভালোবাসার প্রাণ আছে, যত্ন নিতে হয়;
বারে বারে দুঃখ দিলে, তিতা হয়ে যায়।২
অযত্নে অবহেলায়, প্রেম বাঁচে না।ঐ

ভালোবাসা ব্যক্তিগত, সময় দিতে হয়; 
সময় না দিলে পরে, দূরত্ব বেড়ে যায়।২
একবার যদি ফাটল ধরে, জোড়া লাগে না।ঐ

ভালবাসলে জীবন দিয়ে, ভালবাসতে হয়; 
ভালোবাসার অধিকার, তাকে দিতে হয়।২
অধিকার না দিলে বন্ধু, প্রেম হয় না।ঐ

প্রেমের খেলা আত্মার খেলা, আত্মা শান্তি পায়;
দুজনতে সমান না হলে, কেঁদে জীবন যায়।২
মানিয়ে না নিলে বন্ধু, সুখ হয় না।ঐ

Comments

    Please login to post comment. Login