অবহেলা কী মানুষের
নাকি মানুষ অবহেলার,
বেহালায় সুর,
তবলায় তাল,
বাতাসে পাতাদের
নিয়মতান্ত্রিক গোলমাল,
নৌকার স্রোতের পাল,
তবে, মাটির মানুষে কি পাবে নাকোতে ঠাঁই,
মর্গের গন্ধে ছুটে বেরিয়েও তোদের নাই উচ্ছ্বাস,
হেড়ে গিয়ে হারিয়ে ফিরে ফেরাই যদি শেষ থেকে শুরু হয় আবারও সবটাই ~ তবে, শব সবের রুটি ভাত বস্ত্র চিকিৎসার অভাব কেনো ~ কেনো নাই ???
অভালোবাসার যে!
সেই উত্তর কারো জানা নাই বুঝি?
আমি কিংবা তুমি
আরো লক্ষ-কোটি বছরের অপেক্ষায় আবারো বেআইনি বাজারে বিচলিত হতে দেখি - দেখি, সবই ছলে, চলে দরকষাকষির হিসেব।
টুকে লিখে রাখা হচ্ছে সবই,
অমিমাংসিত ইথারের ইশারার ধূসর পাতায় অমৃত কাব্য গাঁথায় অনুভূত অংক ....
আঙুলের কেরামতি আর কেবা জানেন ~ জানে?
আজ, জাতি কেনো বিভাজিত ~ নৈতিক ধিক্কার!
আহ্!
আমার বড় জাত ~ কুৎসিত পোষা কৃত্রিম মনন
প্রাসাদ . .
আর - তাই ভেবে বেলা কাটে,
হয়ত, এখনো কখনো লৌকিকতার আড়ালের ভাঁজ, কাজের মাঝে প্রাপ্তির বোঝা থেকে থাকে তখনো ...
ব্যাপারটা বিস্তৃত বিস্ময়ের মতোই . . .
সাময়িক ছাঁটাইয়ের খেলায়,
আমাদের নাটাই নাই অদৃশ্য বলেই ~
অভিনয় করে করে ছলে কৌশলে সুদৃঢ় করে ,
পুনরায় আবারো যাচাই-বাছাই নিয়তির ভব বৃত্ত . . .
আর তারই মৃত্যুর ঠিক একটু আগে,
যখন উপস্থিত সময়ের শেষের অনুপস্থিতির প্রারম্ভ,
তখন, কে - যেন বলে ওঠে. . ওই! এই!
আমার! আমার! আমার!
স্বাভাবিক,
তাঁর, মেজাজের আছে প্রচলিত বদনাম,
সহস্র যুগ বৎসরব্যাপী টুকে রেখে রাখা
নানান অনুরাগ কিংবা বিরাগে বিন্যস্ত ইচ্ছের হয় আবাদ,
আর তাইতো প্রতিচ্ছবি হয়ে বেঁচে রই একা একা ইটপাথরের নাগরিক শহরের যুগের আধুনিক যান্ত্রিক বিবেচনায় . . .
তবুও, আজকাল, আছে কিছু মানুষ
তাই বলেই তো কিঞ্চিৎ স্বর্গ শ্বাসের সাধের গন্ধ
পাওয়া না পাওয়ার প্রত্যাশা ...
তাই, আবার অবহেলার হেয়ালির খেয়ালে,
মানুষ নিজস্ব মনুষ্যত্ব প্রতিবার বুঝে বুঝতে থাকে ধাঁধার দ্বিধার হেয়ালে ...
ভোজার শেষে অন্য মানুষ সেজে একাকী বেড়ায় পার্থিব পথে ,
হয়ত, বিষাদের কর্ম ফলের বীজ বুনবে বলেই,
হয়ত বেড়ে ওঠা ফুল ভালোবাসবে বলে,
জানা আছে যদিও ফুল ছড়ায় সুবাসিত ঘ্রাণ সকলের পছন্দ হয়ে ...
সম্ভবত।
চলতে থাকার এই যাপিত রীতিনীতি ভাঙবে বলেই,
যুগের নৈতিকতার ছন্দে মানুষ রীতিতে এনেছে নানান সংস্করণ।
তবে,
অবহেয়ালেরা এভাবেই ভেসে চলে অপরিচিত চেতনার স্রোতের ঢেউয়ের মাতাল তালেতালে।
যেখানে মহা সাগরের ঢেউ থমকে এসে থেমে থেকে অবস্থার অবস্থান দেখে নিয়ে আবার মুখ ফেরায়।
এবেলাতেও ~ শবটাই যে সব অবহেলায় . . .
এবেলাতেও