মন বুঝলি না
মন বুঝলি না রে পাখি, মন বুঝলি না;২
বাহিরটা শুধু দেখলি রে পাখি, ভিতরটা তুই দেখলি না।২
তোর জন্য আমার মন, সারাদিন কাঁধে;
কত স্বপ্নে সুখের বাসর, দু নয়নে বাঁধে।২
মন দিয়ে মনের কথা, একবার বুঝলি না।ঐ
তোরে আমি জীবন দিয়ে, কতো বেসেছি ভালো;
সারা জীবন চেয়েছি শুধু, তোর মুখেতে আলো।২
ভালোবেসে আপন হয়ে, আমার হইলি না।ঐ
তোরে দেখতে অজুহাতে, বাড়ির বাহিরে আসি;
কতো কাজ ফেলে রেখে, পথ চেয়ে থাকি।২
হাসিমুখে মনের ইচ্ছায়, সময় দিলি না।ঐ
তোর জন্য আমার জীবন, আমি দিতে পারি;
শুধু তুই যাসনে পাখি, আমার হাতটি ছাড়ি।২
সকল কিছু সইতে পারি, তোর বিরহ সইতে পারি না।ঐ