Posts

কবিতা

০২৩৫ আধুনিক গান: তোমার মতো ব্যাথা লাগে

January 30, 2025

তারিক হোসেন

53
View

   তোমার মতো ব্যাথা লাগে

তোমার যেমন ব্যাথা লাগে, আমারও লাগে তাই; 
ভেবো না তুমি চোখের জল, আমার একটুও নাই।২

তুমি যেমন কষ্ট পেলে, নয়ন জলে ভাসো; 
আবার তুমি সুখ পেলে, মনের সুখে হাসো।২
তোমার মতো আমিও বন্ধু, সুখ দুঃখ পাই।ঐ

তোমার যেমন অবহেলায়, অভিমান বাড়ে;
ভালোবাসার অভাব হলে, মনে কষ্ট বাড়ে।২
তোমার মতো আমিও বন্ধু, ভালোবাসা চাই।ঐ

তোমার যেমন প্রিয় হতে, খুব ইচ্ছা হয়;
তুমি ছাড়া অন্য কাউরে,  চরম হিংসা হয়।২
তোমার মতো আমিও বন্ধু, তোমায় পেতে চাই।ঐ

তুমি যদি আমায় বুঝো, আমি বুঝবো তোমায়;
কাটবে তখন তোমার আমার, আনন্দে সময়।২
তোমার মতো আমিও মানুষ, তোমার মতোই চাই।ঐ

Comments

    Please login to post comment. Login