Posts

কবিতা

স্বর্গ আমার

January 30, 2025

ওমর ফারুক আশরাফি

22
View

স্বর্গ ও নরক
ওমর ফারুক

     পৃথিবীটাই স্বর্গ
আর পৃথিবীটাই নরক।
তুমি বেজার কেন?
পৃথিবীতে দুঃখের বন্যা
আর পৃথিবীতে সুখ।
পৃথিবীতে প্রাণের অস্তিত্ব 
আর গ্রহে নাই প্রাণ।
--------হায়----------
চাঁদ তারা ও সূর্য কি কথা কয়?
স্বর্গ আমার-
নরক তোমার;
তা বলিয়া কিছু নাই।
পৃথিবীকে সবাই-
করিয়াছে নরক।
উদ্যম অভিলাষ;

যদি স্বর্গ সুখ পেতে চাও
তাহলে পৃথিবীকে করো 
উদ্যান ও ভ্রাম্যমান।
তামাদ দ্রব্য ও নেশা জাত 
ছেড়ে দাও ভাই--
তাহলেই পৃথিবীটা তোমার কাছে স্বর্গ।
স্বর্গ তোমার কাছে আর নরক বহুদূরে।

Comments

    Please login to post comment. Login