........ একসময় সামিয়া বালিসে হেলান দিয়ে বসলো নিলয়ের দিকে পা দিয়ে। সামিয়া কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়লো, নিলয় ওর মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো গালটা একটু ফাকা হয়ে আছে, চুলগুলো মুখে এসে পড়েছে কেমন যেনো খুব বাচ্চা বাচ্চা লাগছে মেয়েটাকে। নিলয় ওর পায়ের দিকে ছিলো, আর ঘুমের ভেতরে দুই পা প্রসারিত করে নিলয়ের কোলের উপর তুলে দিলো।.....