কখনো কখনো এমন কিছু বই পড়া হয়, পাঠ শেষে বইটি বন্ধ করে তাকিয়ে থাকতে হয় দেয়ালের দিকে। এক ধরণের অপার মুগ্ধতা ঘিরে ফেলে পাঠককে। মুরাদ কিবরিয়ার 'নিনাদ'এর রোলার কোস্টার জার্নি অনেকটা এরকম মুগ্ধ করেছিলো। লেখকের দ্বিতীয় উপন্যাস সেই অনুভূতি জারি রেখেছে।
প্রেম প্রার্থনা মৃত্যু। এই তিনের সমাহারেই তো মানবজীবন জ্বলজ্বল করে। যারা প্রাতিষ্ঠানিক ধর্মে অংশগ্রহন করেন না, তারাও কি প্রার্থনার উর্ধ্বে?
কিলার। নিজের এবং মা-বাবার নামপরিচয়হীন এক পেশাদার খু*নি। শৈশবে তাঁর শ্রদ্ধেয় স্যারের ভাষ্যমতে 'ছোটবাবু'। এই ছোটবাবু জীবনের মরু ঝড়ে, স্রোতের ঘূর্ণিতে জড়িয়ে পড়ে 'নেটওয়ার্কে'।
নেটওয়ার্ক। ভাড়া খাঁটা খু*নি-মাস্তানদের সঙ্ঘ। আপাতদৃষ্টিতে একজন খু*নিকে আমরা শুধুমাত্র খু*নি হিসেবেই দেখি। কিন্তু তাদের জগতেও আছে আইন-কানুন, অলিখিত সংবিধান। আছেন গডফাদার ও ওস্তাদ হাকিমেরা।
এসব খু*নাখু*নির মাঝে আছে রাজনীতি। স্বয়ং ওস্তাদ হাকিমেরা যে বিষয়ে সদাসতর্ক। বিপ্লবী সঙ্ঘ 'মুখোশ' ছাত্র-জনতা-মাস্তানদের সাথে নিয়ে ঘটাতে চায় তাদের কাঙ্ক্ষিত বিপ্লব।
এখানে আছেন খবরি কুতুব, খু*নিদের মাঝেও আছেন একজন কবি। গডফাদারদের মাঝে আছে প্রতিশোধের আকাঙ্ক্ষা। আর আমাদের কিলার? একজন কন্ট্রাক্ট কিলারের ইন্ট্যারেস্টিং শৈশব, কৈশোরের কারণে আমরা তাঁর মাঝে দেখতে পাই দার্শনিকতার, উদাসীনতার এবং ভালোবাসার প্রতি কাঙালপনা, যে তীব্র আকুতি অনেকটা সূর্যকে মেঘের ঢেকে রাখার মতো চাপা থাকে। কিন্তু সেই সূর্য কতক্ষণই বা থাকে মেঘের আড়ালে?
মুরাদ কিবরিয়ার লিরিক্যাল, কাব্য ভঙ্গিমার সুন্দর গদ্যভাষার সাথে তীক্ষ্ম ইনসাইট এবং মানুষের অদ্ভুতুড়ে স্ববিরোধিতার গল্প আছে এ উপন্যাসে। খু*নি-মাস্তান-গডফাদার-হাকিমদের যে এক অনন্য জগত থাকতে পারে তা সচেতন পাঠককে নিবিড়ভাবে ধরে রাখার মতো গদ্যে লিখেছেন মুরাদ। ৪৫৪ পৃষ্ঠার উপন্যাস একবার শুরু করে ফেলার পর রিডার চলে যাবেন এক অ্যাঙ্গেজিং জগতে। হয়তো অনেকে নিজের খন্ডিত অংশও খুঁজে পাবেন বিস্তৃত এ আখ্যানে।
উপন্যাসে একশন আছে, আছে থ্রিল, তবে উপন্যাসটি নয় কোন গতানুগতিক থ্রিলারের ছকে আটকানো, ধাঁধাঁয় মোড়ানো কিছু। প্রেম প্রার্থনা মৃত্যু যেন বলে মানবজীবন নামের এক মহাকাব্যের কথা।
কিলারের বিষণ্নতা তাকে আলাদা করে ফেলে অনেক কিছু থেকেই। আবার তড়িৎগতিতে মাস্তানি কর্মকান্ড করতে দেখা যায় সেই কিলারকেই। জীবন নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি কিলার পাঠককেও সেসবের মধ্যে নিয়ে যায়। নির্লিপ্ততার সাথে কিলারের পাশাপাশি হাঁটতে হয়তো বাধ্য হন পাঠক নিজেই।
উপন্যাসের প্রতিটি অধ্যায়ের যথাযথ, সুন্দর নামকরণ চোখে পড়ে। সেই সাথে স্রোতে খেয়ার মতো ভেসে আসা প্রেম প্রার্থনা মৃত্যু কিলারকে তাঁর জীবনের কঠিনতম পরীক্ষায় ফেলে দেয়।
ক্ষমতা কী? কীভাবে তা কাজ করে, মানবজীবনের অনেক অনেক চিন্তার সূত্র স্বতস্ফূর্ততার সাথে ওস্তাদ হাকিমদের দরবারে পাঠক কিলারের সাথে নিজেও পেয়ে যেতে পারেন। অথবা হয়তো এইসব প্রশ্ন মানব-বিবর্তনের সমান্তরালে আমাদের সবার অবচেতনেই ছিলো, আছে।
উপন্যাস নিয়ে অনেকের মাঝেই অভিযোগ, উপন্যাস হয় না, হচ্ছে না। মুরাদ কিবরিয়ার লেখালিখির ক্রাফ্টম্যানশিপ, গল্পকথনের সুদক্ষতা এবং বিস্তৃত ক্যানভাসে 'প্রেম প্রার্থনা মৃত্যু'র কাব্যিক, গতিশীল, বহুমাত্রিক যাত্রায় পাঠক নেমে পড়লে ঠকবেন না অন্তত এ কথা বলতে পারি।
বই রিভিউ
নাম : প্রেম প্রার্থনা মৃত্যু
লেখক : মুরাদ কিবরিয়া
প্রচ্ছদ : সব্যসাচী মিস্ত্রী
প্রথম প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশক : আদর্শ
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ।
265
View
Comments
-
Baizid Ahmad
3 weeks ago
সুন্দর রিভিউ