Posts

কবিতা

০২৩৬ লোকগীতি: মানুষ বাঁচে কতদিন

February 1, 2025

তারিক হোসেন

49
View

মানুষ বাঁচে কতদিন

মানুষ বাঁচে কতদিন?
কর্মে বাঁচিলে সে, বাঁচে বহুদিন।২

রোগ শোক জরা জীর্ণে, দেহের মরণ হয়;
কর্ম তারে বাঁচিয়ে রাখে, যদি ভালো কর্ম হয়।২
দেহের মরনে হয়না কভু, কর্মেরও মরণ।ঐ

দেহের মরণ আত্মার মরণ, কর্মের মরণ না; 
ভালো কাজ করে গেলে, মানুষ তারে ভুলে না।২
মনে রাখে যুগ যুগ, দিন দিন বহুদিন।ঐ

যুগে যুগে কত মানুষ, পৃথিবীতে আসে; 
দেহের মরণ হয়েছে সবার, কেউ কর্মে বেঁচে আছে।২
ভালো কাজ আছে বলেই, করে শ্রদ্ধায় স্মরণ।ঐ

দেহের বাঁচার সাথে সাথে, কর্মে বেঁচে থাকো;
সকল কাজের সাথে তুমি, ভালো কাজ রাখো।২
আত্মার মরণ হলেও তোমার, হবে না মরণ।ঐ

Comments

    Please login to post comment. Login