উড়াল দিল রে
উড়াল দিল রে,
আমায় নিয়ে উড়াল দিল রে।২
অন্ধকারে ভাবের ঘরে কে এলো রে;
তারে দেখতে নারি, চিনতে না পারি,২
আমায় নিয়ে উড়াল দিল রে।ঐ
কতজন রে আঁকড়ে ধরে, কেটেছে স্বাদের জীবন;
তাদের ছেড়ে যেতে হবে, এসেছে আজ মরণ।
দেহ আমার মাটির ঘরে, আত্মাটারে সঙ্গে করে;২
উড়াল দিল রে।ঐ
আত্মা আমার পগারপার, আত্মা ছাড়া দেহ অসার;
নাইরে নাইরে আত্মা আমার, খাঁচারও ভিতর।
দেহ আমার মাটির ঘরে, আত্মাটারে সঙ্গে করে;২
উড়াল দিল রে।ঐ
জীবন নিয়ে বাড়াবাড়ি, আত্মা গেল জীবন ছাড়ি;
ধনসম্পদ টাকা-পয়সা রইল পড়ে, মাটির ও উপর।
দেহ আমার মাটির ঘরে, আত্মাটারে সঙ্গে করে;২
উড়াল দিল রে।ঐ