এক হৃদয় শুন্য তীরের মাঝে,
হারিয়ে যাব বহুদূরে তোমায় ভাবনা নিয়ে,
জানিনা কখনো খুঁজে পাবে কিনা,
বিদায় এই মাতৃভূমির ছায়া।
কত রং-বেরঙের ছবি তুমি দেখাও,
কতইনা অজস্র স্বপ্ন তুমি বুনাও,
আজো রাতের আধারের মাঝে,
খুঁজে পাই আমি তোমার প্রতিচ্ছবি,
খুঁজিনি তোমার খুনসুটি,
রাখিনি আমার হৃদয়ে তোমার ভুলত্রুটি।
কত গাছ পালার সৌন্দর্যে তুমি,
মুগ্ধ করো শ্যামল সবুজের মাঝখানে,
ধানক্ষেতের স্নিগ্ধ হাওয়া,
তুমি আমার মাতৃভূমি বাংলা।