
আমাদের ধুলোবালির শহরে
শুনেছি, আর উড়বে না
আলতারঙা বিকেলের ঘুড়ি,
আকাশের গায়ে আর পড়বে না
শিশিরভেজা বাতাসের ছোঁয়া,
উঠোনের কোণে মরে যাবে
শেষ কুয়াশার নরম ডালপালা।
গলির শেষ প্রদীপ নিভে গেলে
আর কেউ খুঁজবে না
ঝলসে যাওয়া স্মৃতির জলছাপ,
রাস্তার ধুলোয় পড়ে থাকবে
ভাঙাচোরা দিনলিপির ছাই।
দুপুরের রোদ গিলে নেবে
সব মায়াবী ছায়াপথ,
আর যারা এখনো ঘুমভাঙা চোখে
অমলিন স্বপ্ন দেখে,
তারা অতীত।
০১/০২/২৫ ইং