তুমি আমার জীবন ও মরণ
অনেক ভালোবেসে তোমায়, দিয়েছি আমার মন।
তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার মরণ।২
তুমি যেমন করে সুখ দাও, তেমন করেই দুঃখ দাও;
মাঝে মাঝে মনে রাখো, মাঝে মাঝে ভুলে যাও।২
আমি সুখে দুঃখে ভেসে ভেসে, কাটাই আমার জীবন।ঐ
তোমার এক নজর দেখতে, আমার অন্তর ছটফট করে;
বুকের ভেতর কঠিন পাথর, চাপা দিয়ে ধরে।২
ইচ্ছা করে তোমায় দেখে, জুড়াই দুই নয়ন।ঐ
তোমার জন্য আমি বন্ধু, সবই করতে পারি;
শুধু একটা দিনও থাকতে পারি না, বন্ধু তোমায় ছাড়ি।২
মনের অজান্তেই তোমার হাতে, দিয়েছি আমার জীবন।ঐ
ইচ্ছা হলে রাখতে পারো, আমায় তুমি দুঃখে;
আবার ইচ্ছা হলে রাখতে পারো, সারা জীবন সুখে।২
তোমার হাতেই এখন আমার, জীবন ও মরণ।ঐ