Posts

কবিতা

০২৩৯ আধুনিক গান: সুখের পাখি

February 2, 2025

তারিক হোসেন

53
View

        সুখের পাখি

তুমি আমার সুখের পাখি, তুমি আমার জান; 
তুমি আমার অন্তরের অন্তর, তুমি আমার প্রাণ।২

বড়ো ভালো লাগে, বড়ো শান্তি লাগে, দেখিলে তোমার মুখ;
আর কিছুতে পাই না আমি, তোমায় দেখার সুখ।২
তোমায় এক নজর না দেখিলে, বাঁচে না আমার প্রাণ।ঐ

তুমি আমার সকাল বেলার, সোনালী রোদের খেলা;
তুমি আমার ঈদের দিনের, খুশির সারাবেলা।২
তোমায় এক নজর না দেখিলে, বাঁচে না আমার প্রাণ।ঐ

তুমি আমার দুঃখের দিনের, বেঁচে থাকার আশা;
তুমি আমার বিধির কাছে, চাওয়ার সকল ভাষা।২
তোমায় এক নজর না দেখিলে, বাঁচে না আমার প্রাণ।ঐ

তুমি আমার সকল কিছু, আমার মুখের হাসি; 
সব কিছুর চেয়ে আমি, তোমায় ভালোবাসি।২
তোমায় এক নজর না দেখিলে, বাঁচে না আমার প্রাণ।ঐ

Comments

    Please login to post comment. Login