তোমার অভিমানের দীর্ঘ ছায়া
আমি আশ্রয় করেছি আমার বুকের ভেতর,
যেন শেষ বিকেলের রোদ
ঝরে পড়ে নীরব জানালায়।
তুমি নির্বিকার,
তোমার ঠোঁটের কোণে জমে থাকা
অভিযোগের রেখা স্পষ্ট,
তবু আমার চোখের ভাষা কি পড়তে পারো?
সেখানে শুধু অপেক্ষা লেখা
নিঃশব্দ, নিরন্তর।
তুমি দূরত্ব গড়ে তুলছো
নিঃশ্বাস আর স্পর্শের মাঝখানে,
আমার হাত বাড়িয়ে দেওয়া
তোমার ঘৃণার দেয়ালে থেমে যায়—
তবু কি বোঝো,
এই দেয়ালের ওপাশেও
আমি অপেক্ষায় আছি?
যে পথ তুমি পিছনে ফেলে গেলে,
সেই পথেই আমি দাঁড়িয়ে আছি এখনো,
তোমার ফেলে যাওয়া প্রতিটি শব্দ
আমার হৃদয়ে অনুরণন তোলে—
তবু আমি তোমার ঘৃণার বিপরীতে
শুধু ভালোবাসারই প্রতিধ্বনি তুলে যাই।
আমি জানি,
তুমি একদিন ক্লান্ত হবে,
তোমার অভিমান যেখানে থামে,
সেখানে আমি ঠিক দাঁড়িয়ে থাকবো—
তোমার ফেরার অপেক্ষায়।।
০২/০২/২৫ ইং