Posts

কবিতা

আমি যখন ডিজি হবো

February 3, 2025

তালাশ তালুকদার

159
View

আমি বাংলা একাডেমির ডিজি হলে 
মানুষদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো
পা চাটাদের পুরস্কার দিবো
যারা বেশি অযোগ্য 
প্রতি মাসে মাসে তাদের নিয়োগ দিতে 
পত্রিকায় সার্কুলার দিবো

গলা পর্যন্ত খাওয়ার জন্য 
কিছু শুয়োর পালবো
শুয়োরই উপযুক্ত প্রাণী
কেননা খাওয়ার সময় 
এরা কোনোদিকেই তাকায় না

যারা মাল নিবে না 
তাদের লেখা উত্তরাধিকারে ছাপবো
না নেওয়া মাল নিয়ে গিয়ে 
নাক ডুবিয়ে মদ ও মাগী খাবো
আর ভাববো, জীবন তো এমনই 
আরামপ্রদ, আরামপ্রদ!

নিজের ইমেজ বাড়াবো
নিজের ইমেজ বাড়াতে
দু তিনটা পাথর দিয়ে 
নির্বাহী পরিষদ সাজাবো

কোনো কিছুরই তোয়াক্কা করবোনা
মুখের উপর মুতে আসবো। 

Comments

    Please login to post comment. Login