আমি বাংলা একাডেমির ডিজি হলে
মানুষদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো
পা চাটাদের পুরস্কার দিবো
যারা বেশি অযোগ্য
প্রতি মাসে মাসে তাদের নিয়োগ দিতে
পত্রিকায় সার্কুলার দিবো
গলা পর্যন্ত খাওয়ার জন্য
কিছু শুয়োর পালবো
শুয়োরই উপযুক্ত প্রাণী
কেননা খাওয়ার সময়
এরা কোনোদিকেই তাকায় না
যারা মাল নিবে না
তাদের লেখা উত্তরাধিকারে ছাপবো
না নেওয়া মাল নিয়ে গিয়ে
নাক ডুবিয়ে মদ ও মাগী খাবো
আর ভাববো, জীবন তো এমনই
আরামপ্রদ, আরামপ্রদ!
নিজের ইমেজ বাড়াবো
নিজের ইমেজ বাড়াতে
দু তিনটা পাথর দিয়ে
নির্বাহী পরিষদ সাজাবো
কোনো কিছুরই তোয়াক্কা করবোনা
মুখের উপর মুতে আসবো।