এই যে মনটা ব্যথা পেলো
সেটা তো যতদূর বুঝতাম সৃষ্টির উপাসনালয়...
তবে কেনো এই আঘাতের অপরাধ বা প্রত্যাঘাত,
তবুও,
মুক্তি কি পেয়েছে শোধ?
তবে কী সম্ভাবনা?
কই পারলে কী বলতে?
তাইতো, মাথা পেতে নিলাম
সব অব্যক্ত অনুরোধ যদিও
আছে স্ববিরোধী. স্বাদহীন. স্বাধীন.
মতের মতাদর্শের আদর্শ . . .
তবে হোক তাই,
চিরকাল আমারই তো সব ছিল অপরাধ,
নির্মম মৃত্যুই তো পেয়েছি বরাবর
আবারও ফিরে এসেছে খুঁজেছি,
শুনেছি পুনরাবৃত্তির অবস্বাদ,
নতুনত্বের বেশ অভাব বিধাতার ...
ছুটিতে অনুপস্থিতি দরকার!
স্বভাবে জানি তিনি ধীরে ধীরে অভাবে পস্তাবে,
কেনো না ?
ধোঁকা দেবার সুযোগের অপেক্ষাতেই সবাই ব্যস্ত থাকছেন যখন তখন হয়ত এখনো. . .
তাইতো,
একেবারে কখনোই স্বচ্ছন্দে বরণ করিনি সবটার নির্দোষ দোষারোপ।
আমি ক্ষমা চাইনি, হাঁড়িয়ে ফিরে পেলেও চাইনি, চাইনা, চাইবো না কখনো...
সুতরাং,
হোক আত্মার বিনিময়টা মঙ্গলের আদলের আমাজে সহজের সরলের অভাবগ্রস্ত সমাজে…
প্রাণ আত্মীয় বাঁচুক আপন নিজস্বতার সত্য সুন্দরের ভাঁজে।
কাজ বা অকাজের অবশেষে ~ ঈশ্বর ঠিকই রবেন ঠায় দাঁড়িয়ে,
ভণ্ড গুলি দল বানিয়ে উঁকি দেয় তারপর যায় চলে মুখ ফিরিয়ে . . .
দৃষ্টান্ত সেটাই , মিথ্যে শেষে
সত্যের শুরুর দৃষ্টি প্রকৃতির স্বচ্ছ ছন্দের উপহার,
সবটাই খোদার সততা বোঝার মোহাচ্ছন্ন
ধাঁধার সমাচার . . .
তাই এত্তো আয়োজন বাঁচার ।
শুভ জন্মদিন সত্য . . . .
#সত্য