Posts

কবিতা

০২৪০ লোকগীতি: সখি আমার গানের পাখি

February 3, 2025

তারিক হোসেন

54
View

   সখি আমার গানের পাখি

সখি আমার গানের পাখি, সখি আমার সখি;
গানে গানে সুরে সুরে, সখিকেই বেঁধে রাখি।২

কতো লোকে জানতে চায়, এমন সখি কে;
আমি বলি মনের মানুষ, আমার প্রিয় যে।২
আমার সকল গানের প্রেরণা, আমার গানের পাখি।ঐ

আমার মনের সকল ভাবনা, তারে নিয়ে ভাবি;
বুকের মাঝে সাজানো আছে, তার মুখের ছবি।২
সে আমার সখের নারী, আমার প্রিয় সখি।ঐ

একজন মানুষ কেমনে যেন, এতো আপন হলো;
আমার সকল চিন্তা ভাবনা, দখল করে নিলো।২
জেগে থাকলে তারে ভাবি, ঘুমের স্বপ্নে ও দেখি।ঐ

এই জীবনে আমি আর, কিছুই না চাই;
মনে প্রাণে সুখের জন্য, সখিকেই শুধু চাই।২
চোখের সামনে যেন আমি, সারাক্ষণ দেখি।ঐ

Comments

    Please login to post comment. Login