Posts

প্রবন্ধ

জন্মদিন

February 3, 2025

তৌকির আজাদ

34
View

বছর ঘুরে ঘুরে  দিন. সপ্তাহ. মাস সব পেরিয়ে আজ আবারও নতুন বছরে পদার্পণ করেছে বয়স।

তার সাথে সাথে আরো যুক্ত হয়েছে অনেক কিছুর, আবার কিছুই না ...

এতকাল যেমন ভাবে পেয়েছি বাস্তব অভিজ্ঞতার স্মৃতির নিমন্ত্রণ, সবটাই চিরপরিচিত।

বাঁচার এই আয়োজনের মাঝে ছিল ভালোলাগা বা ভালোবাসার এই স্নিগ্ধ নগ্ন স্বস্তির উজ্জ্বল আলোকছটার সাথে ওতপ্রোতভাবে মিলে যাওয়া  আমার বিস্ময়কর আনন্দের বন্ধুসুলভ বেদনার ক্রোধ।  

আর তার সাথে সাথে ছিল সব সময়ের মতো ক্লান্তিহীন বিমুগ্ধ প্রহর, অবিরত চলতে থাকা হৃৎপিণ্ডের নিয়মিত ও অবিরত কর্মব্যস্ত মগজের কার্বরেটোর।

এভাবেই, নিজেকেই নিজ সতস্ফুত আমেজে স্বাভাবিকভাবে  প্রবাহিত করতে পারার মাঝে যে সকল যাচাইবাছাই করার প্রতিনিয়ত প্রতিযোগিতা মাঝে রয়ে আছে, থেকেছে, বেঁচে থাকা।

আর, এসবের মিষ্টি প্রেমময় খুনশুটি কিংবা তার দ্রোহের বিদ্রোহের অনিশ্চয়তা কিংবা নিশ্চয়তার নানাবিধ  সমাধান অথবা সাফল্য বা ব্যর্থতা ইত্যাদি সাথে আছে আরো হরেক রকম বিস্তৃত ঘটনার উপস্থিতির নির্ধারিত  বিন্যাস।

আমাদের এই ঘটতে থাকতে থাকার ঘটনার ভাজে ভাজে  আমরা থেকে থাকি সচেতন ভাবেই।

হয়তোবা,  খামখেয়ালির আনমনে কে বা কারা আবেগের আড়ালে কুড়িয়ে কুড়িয়ে মনে করিয়ে দেয় সব মুহূর্ত গুলির অবয়ব।

তারপর একটু একটু করে টুকে রাখি সবটাই প্রতিনিয়ত সেটা নিজ ঝুড়ির দরকার বা প্রয়োজন মেটানোর তাগিদে।

আর, তার সবটা থেকে অর্জিত যে জ্ঞান সেটা জগৎ সংসারের বিশ্ব পাঠশালা নিজ দ্বায়িত্বে শিখতে পারতে পারার দীক্ষা শিখিয়ে চলছেন নিঃস্বার্থ আমেজের আদলে।

তবুও, প্রত্যেক মানুষের অঙ্কের আলাদা হিসেব আছে আবার সব মানুষ যেই নির্দিষ্ট বাৎসরিক ক্যালেন্ডারের হিসেবের সাথে তালে তাল মিলিয়ে জাগতিক সত্যিটার সাথে অনবরত ভাবে চলছে সবাই, সেটাও সত্য।

আমাদের সকলের গন্তব্য একটাই ~ বাঁচবে বিধায়।

আর,এই অনিশ্চয়তাকে নিশ্চিত করতে পারতে পারার দিনটায় অর্থাৎ আমার জন্মের সময় থেকে এই মুহূর্ত পর্যন্তর সবকিছুর প্রতি জানাই অনাবিল ভালোবাসা,  শ্রদ্ধা ও অনেক অনেক শুভকামনা।

জন্মদিন একটা উপলক্ষ্য মাত্র, অতীত দেখে শিখে বর্তমান বুঝে আগামীর ভাবনার উচ্ছাসটা'কে একটু ভেবে দেখাটা বিরাট কিন্তু সামান্য প্রয়াস ~ আনন্দের উৎকণ্ঠা ।

আমার জন্মদিন, আমার নিজের ব্যক্তিগত ক্যালেন্ডার।

এই ক্যালেন্ডারের শুরুর প্রথম দিনটা অনেকে জানলেও বাদবাকি সবটা জানতে আমাদের নিজ নিজ নিজস্বতার সাথে  নিজেকেই   মুখাপেক্ষী হওয়ার প্রক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া শেষে ~ অট্টহাসির অবাক করা বিস্ময়ের আবেগে কেটে যায় ঘোরতর আদিম মোহ।

ইনবক্সে যারা সময় করে শুভেচ্ছা জানিয়েছেন আর যারা জানাননি তাঁদের সবাইকে অন্তরের গভীরতম স্থান থেকে জানাই আন্তরিক ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।

আবারও সবাইকে ধন্যবাদ  🙂

Comments

    Please login to post comment. Login