অন্ধকার নেমে এলো—
এক উন্মত্ত শ্বাপদের মতো,
তার নখরে আঁকা আছে রক্তকরবীর ছাপ,
তার নিঃশ্বাসে ছড়িয়ে পড়ে
কেতকীর নেশা—
অধরা, তীব্র, মোহময়।
পশ্চিমের আকাশ জ্বলে ওঠে—
সূর্যদেবের রক্তাক্ত কপাল,
দিনের শেষ আরতির শিখা
কাঁপতে থাকে বাতাসের অলিন্দে,
কোনো এক কুমারীর লজ্জার মতো।
রাত্রি বিস্তার করে তার মায়াবী ডানা,
ঘুমের ঘ্রাণ মিশিয়ে দেয় বাতাসে,
আলো থেমে যায়—
গোধূলির শেষ স্পর্শটুকু
নিবে যাওয়ার আগেই।
কিন্তু আমি নির্বিকার—
নিষিদ্ধ দ্বীপের মতো একাকী,
আমার নীরবতা—
এক মৃত সাগরের নিস্তরঙ্গ জল,
যেখানে ঢেউ আসে না,
শুধু অন্ধকার এসে
তার বিষাদ-নৃত্য শেষে
নিভে যায় একাকী শিখার মতো!
০৩/০২/২৫ ইং।