Posts

কবিতা

০২৪১ লোকগীতি: মায়া

February 3, 2025

তারিক হোসেন

52
View

            মায়া

মায়া বড় কঠিন যে বন্ধু, মায়া বড় কঠিন;
একবার মায়ায় পড়লে বন্ধু,ছিঁড়ে না এ বাঁধন।২

প্রেমের বাঁধন এমন বাঁধন, ঝড়ে তা ভেঙে যায়;
মায়ার বাঁধন কঠিন বাঁধন, সারা জীবন রয়ে যায়।২
প্রেমের সাথে মায়ায় পড়লে, ভুলে না কোন দিন।ঐ

প্রেম মানুষকে কাছে টানে, মায়ায় করে আপন;
মায়ার কারণে প্রেমের সুখ, বাড়ে বহু গুণ।২
প্রেমের সাথে মায়ায় পড়লে, ভুলে না কোন দিন।ঐ

তোমারা যারা প্রেমে পড়ো, মায়ায় ও পড়ো ভাই;
প্রেমের বাঁধন বাঁধতে হলে, মায়ার বিকল্প নাই।২
প্রেমের সাথে মায়ায় পড়লে, ভুলে না কোন দিন।ঐ

Comments

    Please login to post comment. Login