বড় কষ্টে আছি
বড় কষ্টে আছি রে আমি, সবাই কষ্ট দেয়;
আমার মনের কষ্ট গুলো, কেবা বুঝতে চায়।২
সবাই থাকে নিজেকে নিয়ে, নিজের সুখের বায়;
একটু খানি উনিশ বিশে, শত কৈফিয়ত চায়।২
ভালোবাসলে মন্দটাকে ও, মেনে নিতে হয়।ঐ
ভালোবেসে যখন দুজন, আপন হয়ে যায়;
মনের কথা সকল ব্যথা, শেয়ার করতে হয়।২
বিশ্বাসেতে বাড়ে প্রেম, কৈফিয়তে নয়।ঐ
ভালোবাসা পেতে হলে, দিতে হবে বেশি;
বন্ধুর সুখে হতে হবে, নিজে অনেক সুখী।২
বন্ধুর কষ্ট নিজের করে, নিয়ে নিতে হয়।ঐ
কে বা আপন কে বা পর, বুঝা বড় দায়;
দুঃখের দিনে আপন পর, শুধু চেনা যায়। ২
আপন মানুষ আগলে রাখে, দুঃখ দেয় পর।ঐ