Posts

কবিতা

০২৪৩ লোকগীতি: সখি বিনে সুখ নাই

February 4, 2025

তারিক হোসেন

26
View

      সখি বিনে সুখ নাই

সখি বিনে সুখের দেখা, আরতো কোথায় নাই;
সুখের জন্য সখির কাছে, তাইতো ছুটে যাই।২

মনের সাথে মনের মিল, সকল মানুষ চায়;
মনের মিলের মানুষ খুঁজে, কয়জনাতে পায়।২
সখির সাথে আমার মনের, কোন তফাৎ নাই।ঐ

আমি কাঁদলে সখি কাঁদে, হাসে আমার সুখে;
আমার জন্য ব্যাথায় সাগর, বইছে তার বুকে।২
এমন প্রিয় এই জগতে, আর কোথাও নাই।ঐ

আপন মানুষ আপন হলেও, মনের মিল নাই;
মনের মিল পেতে হলে, মনের মানুষ চাই।২
সখি আমার আপন মানুষ, মনের ও মানুষ ভাই।ঐ

সব লোকে কয় মরমী তারিক, কিসে আটকায়;
মরমী তারিক প্রেমের সাধক, সখির প্রেম বাঁধা রয়।২
সখির চেয়ে প্রিয় কেউ, ত্রিভুবনে নাই।ঐ

Comments

    Please login to post comment. Login