Posts

কবিতা

০২৪৫ লোকগীতি: জীবন একটা লম্বা ভ্রমণ

February 5, 2025

তারিক হোসেন

53
View

    জীবন একটা লম্বা ভ্রমণ

জীবন একটা লম্বা ভ্রমণ, কাটছে সবার ঘুরিয়া।
ভালো-মন্দ সবই পাবে, এই তো রঙের দুনিয়া।
এইতো জীবন, এইতো রঙের দুনিয়া।২

কোথা থেকে আসলাম আমরা, কোথায় যাব চলিয়া; 
মাঝখানেতে কতো কিছু, দেখছি দুচোখ ভরিয়া।২
এক এক করে কাটছে দিন, কতো রূপে খেলিয়া।ঐ

কতো জনে হইলো দেখা, কতো হইলো আপন;
সবাই অনেক ব্যস্ত থাকে, নিয়ে নিজের জীবন।২
তারপরেও মিল পাবে, নাও না খুজিয়া।ঐ

কতো কাজ করলাম আমরা, কতো রইল বাকি;
জীবন শেষে মনে হবে, সবই যেন ফাঁকি।২
সময় থাকতে নিও তোমারা, সত্য পথ খুজিয়া।ঐ

জীবন খেলায় কঠিন সহজ, সব রকমই আছে; 
সুখ দুঃখ আনন্দ বেদনা, এক জীবনের মাঝে।২
যখন যেথায় থাকবে তোমারা, নিও সবই মানায়া।ঐ

Comments

    Please login to post comment. Login