তোমারে কতোটা ভালোবাসি আমি বুঝাইতে পারবো না-
যদি বলো ইকোনোমিক্স বা থার্মোডিনামিক্স বুঝাইতে পারি, কিন্তু এইটা আমার সাধ্যের বাইরে-
তোমারে কতটা ভালোবাসি বুঝাইতে পারবো না,
যদি বলো তোমারে বুঝাইতে পারি কাফকার সাহিত্যতত্ত্ব অথবা ফেরেলের সূত্র, কিন্তু তোমারে কতটা ভালোবাসি আমি বুঝাইতে পারবো না,
যদি তুমি চাও আমার জীবনে প্রতি ইঞ্চি দস্তখত করে দিয়ে দিতে পারি,
কিন্তু বুঝাইতে পারবো না কেন পৃথিবীর চেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বারবার তোমার ফিরে আসার দিকে চেয়ে আছি,
তোমারে কতখানি ভালোবাসি বুঝাইতে পারবো না,
আল্লাহ সেই ভাষা আমারে দেয় নাই, ঈশ্বর তুমি সেই ভাষা আমারে দাও।
121
View