মায়া দিয়ে বেঁধো
শিকল দিয়ে বেঁধো না তোমরা, মায়া দিয়ে বেঁধো;
পাওয়ার জন্য দিওনা কিছু, ভালোবাসো শুধু।২
শিকল তোমার ছিঁড়ে যাবে, উড়ে যাবে পাখি;
ইচ্ছা হলেও রাখতে পারবে না, সারা জীবন বাঁধি।২
মায়ায় পড়লে থাকবে পাসে, মায়া দিয়ে বাঁধো।ঐ
শিকল তোমার জোর করে, মায়া করে আপন;
জোর করে যায় না রাখা, রাখে মায়ার বাঁধন।২
মায়ায় পড়লে যাবে না কভু, মায়া দিয়ে বাঁধো।ঐ