শুধু ভালবাসিও আমায়
যেমনে খুশি তেমনে তুমি, কষ্ট দিও আমায়;
তোমার দেওয়া কষ্টগুলি, পড়বো আমি গলায়।২
ফুলের সাথে ভোমরের প্রেম, ফুলতো শুধুই চায়;
তেমনি করে তোমার প্রিয়া, তোমায় শুধু চায়।২
তুমি দুঃখ দিও কষ্ট দিও, কাছে রেখো আমায়।ঐ
তুমি, সুখে রাখলে খুশি, দুঃখে রাখলেও খুশি;
সুখে দুঃখে সকল সাজে, তোমায় ভালোবাসি।২
পলকে পলকে দু নয়ন ভরে, দেখতে দিও তোমায়।ঐ
তুমি হাসিতেও রাখিও, কান্নায়ও রাখিও;
শুধু পরাণ ভরে আমায় তুমি, ভালোবাসিও।২
আমি সিক্ত হব পূর্ণ হব, তোমার ভালোবাসায়।ঐ