আমি স্ব ইচ্ছেতে দোষ করে দূরত্ব বাড়াই,
হারাই নিজেই নিজের মাঝের নিজেকে ,
আমাদের গল্পের নেই শেষ,
শ্লেষটা তোমার আমার, বেশ
আপনাতে আপনিই গুরু,
আমি আর তুমি আসি যাই শুধুশুধু...
এইতো বলে দিয়ে নিলে তো পুনরায় পিছু ....
রাখোনি গোপনীয়তার কোনো বাঁধা,
দেখলেতো কী করে সেধেছি সাধনার ধাঁধা,
বুঝলেতো আছে এটুকু যেটুকু বাদবাকির সবটুকুই ভালোবাসায় সাধাঁ ...
অনিময়েই নিয়মটার ছকে ~ আজ ক্লান্ত স্বতঃস্ফূর্ত প্রাণ,
যেই সাদাকালোর আলোকিত ঝলমলে বৃত্তের বৃত্তান্ত
সেই তো পুরোনো প্রাচীন দ্বিধার মাঝের দিব্য বিস্তৃত সুধা. . .