Posts

কবিতা

রোজ দে (ডে!)

February 7, 2025

তৌকির আজাদ

86
View

পথের ধারে ফুটপাতে বিকছে গোলাপ ফুল 
চেয়ে আছে বয়স সেদিকেই . . . 


মনে পড়ে?  


এই অল্প আগেই তো আমাদের কতশত প্রহরের অপেক্ষায় কেটেছিলো বৃথা ভুলগুলি,

ঢেকেছিল যে শরীর সে ~ সেদিন,

 কাপড়ের পোশাকে, 
সংস্কৃতির আড়ালে যত্নে রাখা, 

লেখা কিছু শব্দের সেই 

বিপদসংকুল পত্র নিবেদনে। 


সেই আবেদনের প্রেক্ষাপট ছিল প্রতিশ্রুতির,
প্রতি মুহূর্তে জানিয়ে দেয়া ভালো লাগার আকুতি, 

 সচেতন অবচেতনে অসচেতন সব উটকো ভ্রুকুটি. . . 


বাকি কাজটা নিয়তির। 


বিরতিহীন বেঁচে থাকার ভিড়ে একটু নিষ্পাপ বিরতির মুহূর্তে; 'থাকবো  পাশে'  এই শব্দ দুটি বুঝিয়ে দেবে কেমন আমাদের অনুভূতি . . .

ছেড়ে দেয়াড়, মেনে নেয়ার, 
পাওয়ার কিংবা না পাওয়ার, 
অর্জন, প্রাপ্তি ইত্যাদি বিবিধ 

আবেগের অঙ্কের শেষে নেয়া 

বিস্ময়কর সিদ্ধান্তের অদ্ভুত প্রকৃতি।


চাঞ্চল্যের ঠেসাঠেসি।  


তবুও মাঝে মাঝে, বাঁধা হয়ে দাঁড়িয়েছে 
ভাবনায় জন্ম নেয়া কল্পনার রঙে আঁকা 
সম্মিলিত বাস্তবতার প্রতিচ্ছবি। 


মনে আছে তো ?  


বাস্তবতা যে অবাধ্য অবাস্তবতা অবধি, অনিবার্য বিধি। 


এইতো দিন চারেক আগেও আমাদের দাম ছিল, 
একটি ফুল বিশটি টাকায় . . . 


আজকের উৎসবের আয়োজনে দাম বেড়ে হয়েছি - 

 একাই একশ টাকার ভাষায়। 


আচ্ছা, এমনটা  কি চেয়েছিলাম আমরা আমাদের ভালোবাসায়? 


একটি ফুল বিশটি টাকায়। 


গোলাপের শোভার পাই দেখা এড়িয়ে সুচালো ফুলের কাঁটা... 

Comments

    Please login to post comment. Login