তিমিরের উষ্ণ গর্ভে
একদিন প্রস্ফুটিত হয়েছিলো সোনালি সূর্য,
কিন্তু আজ—
তার দীপ্তি ম্লান,
প্রদীপের শিখা কাঁপে বাতাসের শব্দে।
এক শূন্য প্রতিচ্ছবি বিলীন হয়
নিস্তব্ধতার অতল গহ্বরে।
প্রেম ছিল—
দিগন্ত ছোঁয়া শঙ্খধ্বনি,
যেমন মহাকালের নিরবধি বুকে
প্রতিধ্বনিত হয় ওঙ্কার,
কিন্তু আজ সে সুর স্তব্ধ,
সন্ধ্যাতারার মতো নিভে যায়,
নির্বাসিত দেবলোকের অনন্ত শূন্যতায়।
ভয়, ভ্রান্তি, মৃত্যুর ছায়ায়
ধূলিমলিন হয়েছে আত্মার দর্পণ,
তবু মহাকালের অতল গহ্বরে
একদিন ফুটবে মোক্ষ-মল্লিকা,
নিঃসঙ্গতার শাখায় দীপিত হবে
জ্যোতির্ময় সত্যের বীজ।
কালস্রোতের তলদেশে
নতুন ভোরের প্রতীক্ষায় জেগে উঠবে
সোনালি নির্ঝর।