-দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অথবা ইনফ্লাশন অব কারেন্সি নিয়ে আপনার উপলব্ধি কী?
- যেহেতু অপমৃত্যু ইদানিং অতীতের যেকোন সময়ের চেয়েই স্বস্তা, তাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ব্যাপারটা আমার কাছে পতিত ফ্যাসিস্টের চক্রান্ত বলে মনে হচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়েও আর কোনো আগ্রহবোধ করিনা।
জানা হয়ে গেছে, কবিতার দাম ধার্মিক ধ্রুবকের মতোেই অপরিবর্তনীয়।
চোখা চোখের চাহনিতে আমাকে বিদ্ধ করবার অভিপ্রায়ে বৃদ্ধ সাংবাদিক জিজ্ঞেস করলেন,
-কবিতার মূল্য অপরিবর্তনীয়, এটা তো বুঝলাম, কিন্তু কত?
আমার গলা পঞ্চম প্রজন্মের হাইটেক যন্ত্রমানবীর হাই বলার মতোই নিস্পৃহভাবে কেঁপে উঠল,
- একশ একুশটি লাল গোলাপের সমান, রাজসিক রিবনে বেঁধে যা আমার বউয়ের হাতে দিলে ডিনার না করা অভুক্ত পাকস্থলীতেও অসংখ্য প্রজাপতি উড্ডয়নের প্রস্তুতিতে সক্রিয় হয়ে ওঠে।