Posts

কবিতা

ডাহুক

February 8, 2025

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

15
View

সমুদ্র রঙের শাড়ি, চুলে মেখে জবার পরাগ,

যদি ছুড়ে দিতে পারি এমনই হাসির হারপুন-

তাতে কী বিদ্ধ হবে জনাবের যাবতীয় রাগ?

সমস্ত ভুলে গিয়ে চোখ তুলে আমাকে দেখুন।

যেন সেই চাহনির চন্দন চারদিকে আনে

ধ্রুপদী পুলক আর বিলিয়ন ব্যাথাময় সুখ-

হতদম হরিণীর মতো সাড়া দেব আহ্বানে

অতঃপর এ হৃদয়ে ক্রমাগত ডাকবে ডাহুক…

Comments

    Please login to post comment. Login