Posts

কবিতা

ইদানিং আমি

February 8, 2025

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

16
View

নখর ভেঙে গেছে, ঠোঁটে নেই অবিকল সেই শার্পনেস;

ডানায় চেপেছে উহুদ পাহাড়, হৃদয়ে ইঁচড়ে ইবলিশ

বসে আছে ঘাঁটি গেড়ে- অনাহুত আমেরিকান আর্মির মতো

ডেমোক্রেসি কিংবা সাম্রাজ্যবাদের শেষ ঠিকাদার হয়ে।

মগজে অমঙ্গল দৃশ্যপট মোঙ্গল ক্যাভলরি যেন-

খুরের দাপটে আনে বালুঝড়, ঢেকে দেয় সম্ভাবনার চোখমুখ।

আহায অপ্রতুল, এমনকি গত হওয়া জীবদের হাড়

দৃষ্টিসীমাতে নেই, চাহনির চারপাশে শুধুই পাহাড়।

একদম এরকম মৃতপ্রায়, হতদম একটি ঈগল এই আমি:

বাড়ি ও বসতি থেকে বহুত দূরের কোনো হ্যালোউইন উৎসবে এসে

বিভৎস উৎসহীন নীরিহ কবির মুখ পরে খুব বিপদে পড়েছি…

Comments

    Please login to post comment. Login