Posts

কবিতা

কবির কার্ডিয়াক

February 8, 2025

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

15
View

ক্রমাগত ক্যারাভানে ছুটে চলা জিপসির জীবনেও কতিপয়বার-

বিতারিত বিকেলেরা অন্ধ হোমার হয়ে দারুণ দৃশ্যপট আঁকে!

সেই স্মৃতি মনে ক'রে অযুত বছর পরে হিম হয় রাতের খাবার;

এক ড্রাম ডোপামিন পুরোটা ডুবিয়ে দেয় মস্তিষ্কের জিহ্বাকে।

যেহেতু কবিরাও বোহেমীয় যাযাবর, বোকা এক বারবারিয়ান-

অতএব, অতর্কিত যাপিত জীবনে এলে এতটুকু অন্যরকম?

হৃদয়ের ভাষা জানা না থাকায় বুঝতাম শুধু দুটো দেহের আযান,

অথচ কী দ্রুত তুমি সে 'আমিকে' ভাষাবিদ বানিয়ে দিয়েছ একদম!

কথিত কাঙাল এই কবির কিছুই নেই, এত গুরু গুরুদক্ষিণা

কী দিয়ে মেটাব, মেয়ে? ভালো হয় এরচেয়ে কসম খাচ্ছি কবিতার-

হতদম হরিণীর মতন ওই দুচোখে ঘুম এলেই পেতে দিব সিনা, 

তোমাকেই লিখে দেব আগত শতাব্দীর শ্রেষ্ঠতম প্রেমের পয়ার।

তারপর? কিছু নেই। গল্পের কথকেরা শুধু এটা বলে থেমে যেও-

কবির কার্ডিয়াক গোগ্রাসে গিলে খেল প্রেমিকার পোষা সারমেয়!

Comments

    Please login to post comment. Login