Posts

কবিতা

বুলগাকপুর থেকে চিঠি

February 8, 2025

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

17
View

তোমরা করতে থাকো চুলচেরা এনালাইসিস

অথবা অনর্থক বিদঘুটে ব্যর্থ বাহাস-

এদিকে আমরা শুনি কেরাতের কম্পিত শিস,

'অতঃপর আবরাহা হয়ে গেছে চর্বিত ঘাস...'

তোমাদের হাতে আছে সহস্র ফাইটার জেট

এবং একশ কিবা তার বেশী গামা বিকিরণ

বিপরীতে আমাদের শুধু কিছু সস্তা রকেট

এ দিয়েই কিনে নেব জালিমের জারিত মরণ।

Comments

    Please login to post comment. Login