Posts

কবিতা

আধ জন্মা কবিতাগুচ্ছ

February 8, 2025

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

15
View

১.

অথচ অস্ট্রিচের অনুরূপ গ্রীবাময় মানুষের স্মৃতি;

বেশিদিন বালুকায় চাপা রেখে দিলে ওঠে হাপানির টান!

প্রাচীন প্রবাদে ঠাসা প্যাপিরাস থেকে পাওয়া এই বিবৃতি-

জানত না আর্যরা অ্যাজটেক নেগ্রিটো কিংবা পাঠান।

২.

অবাধ্য কোনও এক কৃশকায় গোর্খার মতো এই হৃদয়ের প্রেত;

খুব বেশী সহবৎ শেখাবার ফুরসত পেতে পারে শুধু মহাকাল!

এবং তোমার চারু চাহনিতে থাকা এক অদৃশ্য বারোয়ারি বেত-

এনেছিল একদিন আমার স্বভাবে খুব বোহেমীয় ব্যাথার আকাল।

৩.

আমার জীবনে এলো এ কেমন এলোমেলো ঘোরলাগা মাৎসন্যায় যুগ? 

ঘড়ির পেন্ডুলাম হতে গিয়ে বুঝলাম কতটুকু হলো পরাজয়!

আমাকে ছাড়তে মেয়ে মনেহয় এরচেয়ে ভালো আর পাবে না সুযোগ-

ইতিহাস বই থেকে হেলেন বলছে ডেকে ভালোবাসা দাঁড়ি কমাময়।

Comments

    Please login to post comment. Login