একদিন শাসকের অতিপ্রিয় আস্থাভাজন
তোষামুদে কবিদের ডাকা হলো ভোজনসভায়
পা-চাটায় খুশি হয়ে মহামতি ফ্যাসিস্ট রাজন
বললেন, "চেয়ে নাও তোমাদের মন যা যা চায়-
ব্লাংক চেক লিখে দিব? গুলশানে রাজকীয় প্লট?
অথবা লাস্যময়ী রমণী ও বিদেশী ওয়াইন?
শুধু মনে রেখ যেন, ধ্রুব থাকে তোমার ইফোর্ট-
ইতিহাসে লিখে দাও, এইদেশে আমিই আইন।"
একত্রে হ্যাঁ বাচক নড়ে ওঠে সবগুলো মাথা
বলে ওঠে, "যদি কিছু দিতে হয় তবে সুলতানা
শাড়ির আঁচল থেকে বের করো বাকস্বাধীনতা
সময়ের ভিটামিনে কেউ আর নেই রাতকানা
চোখ তাঁর গোল হয়, এ কেমন আচানক বাত!
অথচ এ অবধি এরা গেয়ে গেছে শুধু স্তুতিগান
পাশের পিএসও বলে, এ বয়সে বেড়ে যাবে বাত-
চেয়ারে বসে না থেকে নেমে গিয়ে একটু বেড়ান।