কবিতা পড়তে গেলে কিভাবে কিভাবে জানি ফেটে যায় আমাদের ফুটো ফুসফুস!
এইদিকে পৃথিবীতে হাইড্রার কেটে ফেলা মাথার মতোন বাড়ে ভেজাল মানুষ।
বৃদ্ধরা মারা যান না দেখার আক্ষেপে সত্য ও সাম্যের আহুত আলোক-
কি লাভ খবর রেখে মসনদে বসল কে সলোমন নাকি কোনও কবির শ্যালক?
এমন ক্রান্তিকাল কাটাচ্ছি আজকাল যেইখানে ভয়হীন হওয়াটাই ভয়।
শাসকের আয়ু চুরি করে ইদানিং শুধু থাকছে নিষ্ঠাবান সাহসী সময়!
কারা কোন শক্তিতে আচমকা কেড়ে নেয় সবকিছু ঠিক দেখা হোরাসের চোখ?
কবির পাজরে রেখে কপোট্রনিক মাথা অবিরত কেঁদে চলে একুশ শতক।
ফলশ্রুতিতে তাই একান্ত বাধ্য হয়ে সশব্দে ডেকে উঠে কবির কিবোর্ড!
অথচ কবির মাথা সুশোভিত করে আছে সীমাহীন স্বার্থের বাইনারি কোড!