Posts

কবিতা

একটি ইশপের গল্প

February 8, 2025

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

16
View

একটির বুক বুলেটে করলে ফুটো

দ্রুত উড়ে যায় বাকি সব কবুতর! 

ঠোঁটে ধরে রাখা খিলানের খড়কুটো

ফেলে দিয়ে কাঁপে ছয়লাপে থরথর।

ক্রমে কাছে আসে দশাসই এক লোক

নি হত পাখির মৃ তদেহ দেখে ভাবে,

শেষ ছররাটা ছুড়েছে অনর্থক

এটুকু খেচরে খিচুড়ি কী রাঁধা যাবে?

দীর্ঘশ্বাসে ফাঁকা করে ফুসফুস

তিনি ভাবলেন, "এইবার ফেরা যাক

আজকে আসলে বোকা বুলেটের দোষ

আমার নিশানা একদম ঠিকঠাক।

দূর থেকে সব দেখছিল এক বুড়ি-

শিকারীর শোক, পাখিদের পরাজয়।

ঘন জঙ্গুলে এলাকায় তার বাড়ি,

অতএব সকালে ঘুমের ব্যাঘাত হয়

কাকের কূজনে। এইবার নির্ঘাত

পথ পেয়ে গেছে, আর ভাঙবে না ঘুম।

এক বুলেটেই সবকটা হবে কাত;

বজায় থাকবে বিলেতি লেপের ওম।

উত্তেজনায় বাড়ি ফিরে গেল বুড়ি,

কিন্তু কোথায় আগ্নেয়াস্ত্র তার?

হাতে তুলে নিল মাটিতে প্রোথিত নুড়ি-

এটাই ভাঙবে পাখিদের সংসার।

ছানি পড়া চোখে ঠিক করে নিয়ে তাক,

গাছের গতরে ছুড়ে দিল সেই ঢিল।

দেখতে পেল না কত বড় মৌচাক

ভেঙে গেল এতে। বুঝল না এক তিল-

আগত সময়ে প্রস্তুত পরিণতি।

আঘাতে মেশানো আহ্বান পেয়ে টের

সব মৌমাছি আচমকা নিল গতি-

যেরকম দ্রুতি ছিল ওই বুলেটের।

তারপর যেটা ঘটবার ঘটে যায়:

আগে তো কেবল ভোরে ভেঙে যেত ঘুম,

ইদানিং সেই বুড়ি শুধু গোঙ্গায়-

রাত্রিরা কাটে পুরোপুরি নির্ঘুম!

Comments

    Please login to post comment. Login