Posts

কবিতা

রেসিপি এবং কবিতা

February 8, 2025

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

97
View

একটা ব্যাপারে আজ কবির কৌতুহল মেটাবে কী কুকিং কুইন?

আমার হৃদয় দিয়ে সেদিন বানিয়েছিলে সুস্বাদু কোন কুইজিন?

আমার মতোই তুমি কবিতা লিখছ রোজ রুটিনমাফিক পাকঘরে

কালির বদলে শুধু লবঙ্গ মশলার অপ্রচলিত অক্ষরে-

তোমার কবিতা মেয়ে প্রতিদিন পাঠ করে কবির কুচকে যাওয়া বৃদ্ধ চিবুক

এদিকে আমার লেখা গলাধ:করণ করে একাধিক কিশোরীর মগজের মুখ।

কখনো ভেবেছ আগে আমাদের আচরণে আছে এত আপ্লুত মিল?

আদমের মেয়ে তুমি এবং ভাইয়ের জায়া আর আমি নিহত হাবিল!

Comments

    Please login to post comment. Login