সময়ের কুয়াশায়
একটি মুখ ধীরে ধীরে মুছে যায়,
যেন বাতাসের অদৃশ্য আঙুলে
রেখাচিত্র বিলীন হওয়া জলরঙ।
চাঁদের বিষণ্ণতায়
একটা ভোর বারবার পিছিয়ে যায়,
অন্ধকারের সুতোর ফাঁসে
আটকে থাকে অর্ধলেখা কবিতা।
পথেরা আজ
নিঃশব্দতার রক্তে রঞ্জিত,
ধুলোভরা স্মৃতিগুলো
অন্ধ ভিখারির মতো হাতড়ে ফেরে
হারিয়ে যাওয়া উচ্চারণ।
একটা সমুদ্র
তার ঢেউগুলোকে শেকলে বেঁধেছে,
আর তীরে বসে এক নৌকা
শুধু এক দিগন্তের অপেক্ষায়।
এই যে শূন্যতা,
তা কি আদৌ শূন্য?
নাকি এক গভীর বিভ্রম,
যেখানে হারিয়ে যাওয়াই
সবচেয়ে বড় পাওয়া?