তোমায় দেখতে আমি চাই
প্রাণ বন্ধু রে...
একবার তোমায় দেখতে আমি চাই।২
আম বাগানে আম কুড়াতে,২
চলো না একটু যাই।ঐ
তোমায় দেখতে আমার দুচোখ,
কেমন কেমন করে;
একবার না দেখলে তোমায়,
যাবো আমি মরে।২
আমার জীবন যৌবন সবই তোমায়,২
সইপা দিতে চাই।ঐ
তোমার সাথে কথা বলতে,
ভীষণ ইচ্ছা করে;
একবার না বললে কথা,
যাব আমি মরে।২
আমার মনও প্রাণ সবই তোমায়,২
সইপা দিতে চাই।ঐ
তোমার জন্য আমার অন্তর,
ছটোর ফটোর করে;
তোমায় ছাড়া আমি এখন,
থাকতে পারিনা ঘরে।২
আমার জীবন তোমায় আমি,২
লেইখ্যা দিতে চাই।ঐ