Posts

কবিতা

০২৪৯ লোকগীতি: তোমায় দেখতে আমি চাই

February 8, 2025

তারিক হোসেন

51
View

তোমায় দেখতে আমি চাই

প্রাণ বন্ধু রে...
একবার তোমায় দেখতে আমি চাই।২
আম বাগানে আম কুড়াতে,২
চলো না একটু যাই।ঐ

তোমায় দেখতে আমার দুচোখ,
কেমন কেমন করে;
একবার না দেখলে তোমায়,
যাবো আমি মরে।২
আমার জীবন যৌবন সবই তোমায়,২
সইপা দিতে চাই।ঐ

তোমার সাথে কথা বলতে,
ভীষণ ইচ্ছা করে; 
একবার না বললে কথা,
যাব আমি মরে।২
আমার মনও প্রাণ সবই তোমায়,২
সইপা দিতে চাই।ঐ

তোমার জন্য আমার অন্তর,
ছটোর ফটোর করে;
তোমায় ছাড়া আমি এখন,
থাকতে পারিনা ঘরে।২
আমার জীবন তোমায় আমি,২
লেইখ্যা দিতে চাই।ঐ

Comments

    Please login to post comment. Login