Posts

কবিতা

০২৪৯ লোকগীতি: তোমায় দেখতে আমি চাই

February 8, 2025

তারিক হোসেন

175
View

তোমায় দেখতে আমি চাই

গীতিকার; তারিক হোসেন 

প্রাণ বন্ধু রে...
তোমায় দেখতে আমি চাই।২
আম বাগানে আম কুড়াতে,২ চলো একটু যাই।ঐ

তোমায় দেখতে আমার দুচোখ, কেমন কেমন করে;
একবার না দেখলে তোমায়, যাবো আমি মরে।২
আমার জীবন যৌবন সবই তোমায়,২ সইপা দিতে চাই।ঐ

তোমার সাথে কথা বলতে, ভীষণ ইচ্ছা করে;
একবার না বললে কথা, যাব আমি মরে।২
আমার মনও প্রাণ সবই তোমায়,২ সইপা দিতে চাই।ঐ

তোমার জন্য আমার অন্তর, ছটোর ফটোর করে;
তোমায় ছাড়া থাকতে, আমি পারি না আর ঘরে।২
আমার জীবন তোমায় আমি,২ লেইখ্যা দিতে চাই।ঐ

Comments

    Please login to post comment. Login